লক্ষ্মীপুরে সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব মহালয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ আখড়ায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং চণ্ডীপাঠের মধ্যে দিয়ে মহালয়া অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
পরে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, ডিআইওয়ান একেএম আজিজুর রহমান, সদর থানার ওসি মোস্তফা কামাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, কেন্দ্রীয় ছাত্র যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল