বগুড়া জেলা ডিবি পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা বড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে বগুড়া শহরের নামাজগড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
বগুড়া ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, দুপুরে বগুড়া শহরের নামাজগড় এলাকা থেকে বগুড়া সদর উপজেলার পালশা হাজী পাড়ার আব্দুস সোবহানের পুত্র মোঃ আব্দুল মমিন (৩৫) ও শেরপুর উপজেলার মহিপুর কলোনী এলাকার হেলাল উদ্দিন এর স্ত্রী চায়না বেগমকে (৩৫) আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা সাড়ে ৩ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ