২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৯

হালুয়াঘাটে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ পুলিশ সুপার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

হালুয়াঘাটে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ পুলিশ সুপার

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ময়মনসিংহের হালুয়াঘাটে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে থানা এলাকায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সদ্য যোগদানকারী পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)।  

বুধবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী পূজা মণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পূজা উদযাপনের বিষয়ে ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন। 

ভক্তবৃন্দের সাথে মতবিনিময় কালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছে। পূজা মণ্ডপে কোনো অঘটন ঘটলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনার আশংকা করছি না।

এসময় আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভুঞা, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান, হালুয়াঘাট পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সাধারণ সম্পাদক অশোক সরকার অপু, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ছামেদুল হক, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, চয়ন সরকার, কাঞ্চন কুমার সরকার প্রমুখ। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর