৩ অক্টোবর, ২০২২ ১৩:১৬

নোয়াখালীতে ভারি বর্ষণে বিভিন্ন সড়কে হাঁটু পানি, জনগণের দুর্ভোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ভারি বর্ষণে বিভিন্ন সড়কে হাঁটু পানি, জনগণের দুর্ভোগ

নোয়াখালী পৌরসভা বিভিন্ন সড়ক, বেগমগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জায়গায় ৫ ঘণ্টার টানা ভারি বর্ষণে বিভিন্ন সড়কে হাঁটু পরিমাণ পানি উঠেছে এবং বেগমগঞ্জের আমান উল্যাহপুর ইউনিয়নের কন্ট্রাক্টর পোল সংলগ্ন খানপুর রামচন্দপুর সড়কে কালভাট বন্ধ করে বাঁধ দিয়ে মৎস্য প্রজেক্ট চাষ করায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ডুবে গেছে রাস্তাঘাট। দুর্ভোগে পড়ছে জনগণ। এছাড়া পৌরসভার আল ফারুক স্কুল সড়ক, ফ্ল্যাট রোড সড়ক, পৌর ভবন সড়ক (কাউয়া রোড) সহ বিভিন্ন স্থানে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতে পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, অপরিকল্পিত ড্রেনের ব্যবস্থা, ফ্ল্যাট রোড এলাকায় গণপূর্ত বিভাগের খাস জমি দখল করে পানি চলাচলের পথ বন্ধ করে অবৈধ দোকান পাট নির্মাণের ফলে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান, আমি বিষয়টি দেখছি এবং ঘটনাস্থলে তহসিলদারকে পাঠাচ্ছি। কেউ অবৈধ বাঁধ নিমাণ করে জলাবদ্ধতার সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর