৩ অক্টোবর, ২০২২ ১৯:১৮

শেরপুরে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য শেরপুর জেলায় নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের নির্বাচিত করা হয়েছে। 

গত ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলার বাছাই কমিটি জেলা প্রশাসক হেলেনা আক্তার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.ওবায়দুল্লাহ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সোমবার (৩ অক্টোবর) প্রকাশ করা হয়। 

এ ছাড়াও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝিনাইগাতী উপজেলার মো.ফারুক আল মাসুদ, শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নালিতাবাড়ী উপজেলার মো. তৌফিকুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার শ্রীবরদী উপজেলার মো. আবদুল মোতালেব, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নালিতাবাড়ী উপজেলার বিন্নীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নকলা উপজেলার ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিলারা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ঝিনাইগাতী উপজেলার মালিঝি কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুর মোহাম্মদ শামীম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সালিহা ফেরদৌস, শ্রেষ্ঠ কাব শিক্ষক ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিরণ চন্দ্র বর্ম্মন, শ্রেষ্ঠ কর্মচারী (প্রাথমিক শিক্ষা প্রশাসনে) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মো. আক্রাম হোসাইন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় শেরপুর সদরের বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ  বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলার বিলভরট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.মাহবুবুর রহমান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর