বরিশালের গৌরনদীতে সাঁতরে খাল পার হওয়ার সময় নিখোঁজ স্কুলছাত্র লিমন হাওলাদারের (১৪) লাশ ২৪ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে বাকাই খালের নিখোঁজের স্থানের কাছাকাছি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লিমন ওই উপজেলার দক্ষিণ কমলাপুর গ্রামের আনিস হাওলাদারের ছেলে ও বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলো।
গৌরনদী ফায়ার সাভির্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, স্কুলছাত্র লিমন হাওলাদার (১৪) তার নানার পান বরজ থেকে ভারী শাবল ও একটি দা নিয়ে সোমবার দুপুর দেড়টার দিকে বাকাই খাল সাঁতরে পার হচ্ছিলো। হঠাৎ সে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তল্লাশী করে নিখোঁজ স্থানের অদূরে খালের মধ্যে নিমজ্জিত অবস্থায় দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএ