কুমিল্লা নগরীর ছোটরা এলাকার খ্রিস্টান কবরস্থানের পাশের বাসা থেকে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (১২ অক্টোবর) পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত আসাদুজ্জামান (৩৭) জেলার দাউদকান্দি উপজেলার তোজার ডালা গ্রামের বাসিন্দা।
পুলিশের ধারণা, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।
পরিবারের বরাত দিয়ে ওসি সহিদ জানান, নিহত আসাদুজ্জামান নেশাগ্রস্ত ছিলেন। তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ