বগুড়ার ধুনট উপজেলার গুয়াডোহরী গ্রামে পূর্ব শক্রতার জেরে আলমগীর হোসেন (৪০) নামের একজনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় গ্রামের আরও পাঁচজন আহত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলমগীর ধুনট উপজেলার পশ্চিম গুয়াডোহরী গ্রামের মহির উদ্দিনের ছেলে।
ধুনট থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম গুয়াডোহরী গ্রামের বাসিন্দা আব্দুর রহমান সজীব নামের এক যুবক সন্তানের বাবা হওয়ার খুশিতে মিষ্টি বিতরণ করছিলেন। তিনি আলমগীরকে মিষ্টি খাওয়াতে গেলে পূর্ব শক্রতার জেরে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। ওই সময় সজীবসহ তার সঙ্গে থাকা লোকজন আলমগীরকে লাঠিসোটা দিয়ে মারধর করেন। এসময় আলমগীরকে উদ্ধারে আরও পাঁচ থেকে ছয় জন এগিয়ে গেলে তারাও মারধরের শিকার হন। স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যান। আহত পাঁচজন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাছুদুল হক বাচ্চু জানান, মিষ্টি দিতে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে নিহত আলমগীরের বিরোধ বেধে যায়। এতে হামলায় আলমগীর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বগুড়ার ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, হত্যার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ