বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে পুলিশি এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জসীম উদ্দিন (৩২) এবং ইমাম হোসেন (২২) কক্সবাজার জেলার বাসিন্দা। বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. বাবুল এর নেতৃত্বে ঘুমধুম-টেকনাফ সড়কের আম গাছতলা পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ১টার দিকে পুলিশের একটি দল ঘুমধুম-টেকনাফ সড়কের আম গাছতলা পয়েন্টে সন্দেহজনক একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়। এসময় মাইক্রো বাসে থাকা দু’ব্যক্তির কাছ থেকে ৩৫০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জসীম উদ্দিন ও ইমাম হোসেন নামের ওই দু’জনকে গ্রেফতার এবং মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ