নীলফামারীর ডোমারে বাল্য বিবাহ রোধ, সহিংসতা, মাদকাসক্তি রোধ ও সমাজে সম্প্রীতি আনতে উঠান বৈঠক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মেলাপাঙ্গাঁ পূর্বপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমানের বাড়ীতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখা বৈঠকের আয়োজন করে।
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম হাবীব মর্তুজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
ধ্রুবতারা ইয়ুথ এর সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অফিস প্রশাসন বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ মৃধা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ইউপি সদস্য বজলার রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ