নাটোরে ট্রেনে কেটে নাজমুল (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে স্টেশন রেলগেট এলাকায় খুলনাগামী রকেট মেলে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত নাজমুল বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামের মুছা মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সোয়া আটটার দিকে খুলনা গামী রকেট এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় বাফার গোডাউন সংলগ্ন হোম সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। কর্তব্যরত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, এই ঘটনার খবর পাওয়ার পর সান্তাহার রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক