জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় ঐশী আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পাঁচবিবি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐশী আক্তার পাঁচবিবি উপজেলার মুন্সিপাড়া গ্রামের ডাবলুর মেয়ে।
স্থানীয়রা জানায়, ঐশীর বাবা স্টেশনের প্ল্যাটফর্মে চায়ের দোকান করেন। বাবার দোকান থেকে বাড়ি ফিরছিলেন ঐশী। পথে স্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ওই শিশু ঘটনাস্থলেই মারা যান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই