‘দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। কৃত্রিম উপায়ে কোনো দুর্যোগ সৃষ্টি করা যাবে না। সবাইকে যার যার জায়গা থেকে খাদ্য উৎপাদন করতে হবে। যে কোনো দুর্যোগে সবাইকে একসাথে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় দুর্যোগ মেকাবেলা করা সম্ভব।
আলোচনা সভায় নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ। এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কালেক্টরেট স্কুলে অগ্নিকাণ্ডের মহড়া এবং একটি র্যালি বের করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ