নোয়াখালী জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের উপস্থিতিতে এই সভা হয়।
এতে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা হতে জাতীয় ছাত্রসমাজের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নোয়াখালী জেলা কমিটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।
প্রধান বক্তা হিসেবে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ছাত্র রাজনীতি করতে হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, দেশের সকল সংকটময় পরিস্থিতিতে ছাত্ররাই এগিয়ে আসে রাজপথে সংগ্রামে। আগামী দিনে দেশে সুস্থধারার রাজনীতি করার জন্য মেধাবীদের এগিয়ে আসতে হবে, প্রতিহিংসার রাজনীতি হতে বেরিয়ে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
আল মামুন বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি ও মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে দরকার মেধাবী তরুণদের। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সাধারণ মানুষের ভালোবাসায় নেতা হয়েছিলেন, হয়েছিলেন পল্লীবন্ধু, আগামী দিনে জি এম কাদের হবেন এ দেশের সরকারপ্রধান, সেদিন আর বেশি দূরে নেই।
জাতীয় ছাত্র সমাজের সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন রাসেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউল্লাহ আরিফ, এনজিওবিষয়ক সম্পাদক মোস্তফা সুমন, কেন্দ্রীয় সদস্য নিহাল হোসেন, মো. জাহিদুল ইসলাম জাহিদ, জাতীয় ছাত্র সমাজ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মুহিবুল্লাহ আল মোমেন সেতু ,রংপুর জেলা যুগ্ম আহবায়ক ছামিউল ইসলাম শুভসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ