চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৩৫ জন জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল থেকে ২৪ ঘন্টায় পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনাকালে নৌ-পুলিশ তাদের আটক করে।
আটককৃত জেলেদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মৎ্স্য আইনে ৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আর অপ্রাপ্ত বয়স্ক ৪ জন কিশোর অপরাধীকে অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অবশিষ্ট ১২ জন জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
অভিযানকালে ৯৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। তন্মধ্যে ৫৬ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা ও গরীব দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৩৭ কেজি মাছ সংরক্ষিত আছে। এছাড়া প্রায় ৫০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করার পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মো: মেশকাতুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নৌ-থানার ওসি মো: কামরুজ্জামান, সহকারি মৎ্স্য কর্মকর্তা মো: মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/এএম