কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. ফজলুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম। অনুষ্ঠানে জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে কেউ যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, কুষ্টিয়া জেলায় যে ছয়টি ভোট কেন্দ্র আছে; তার নিরাপত্তাসহ নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। এছাড়াও জেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট সকল সরঞ্জাম ও দলিল দস্তা বেজ, নির্বাচন সংশ্লিষ্ট কার্যালয়ের নিরাপত্তা বিধান করা, স্থানীয় জননিরাপত্তা, ভোটকেন্দ্রে ভোটারের শৃঙ্খলা নিশ্চিত করা, স্থানীয় এলাকার আইন শৃঙ্খলা নিশ্চিত করা সহ প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তা ও পুলিশী সেবা নিশ্চিত করা হবে।
এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ
সর্বমোট ৪২ জনের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শনিবার সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব, কর্তব্য ও ইভিএম মেশিন পরিচালনা সংক্রান্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল