নাটোরের গুরুদাসপুর উপজেলার এক প্রবাসী যুবক চারদিন আগে তার বাবাকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানো নাম্বারের একটি ডিজিট ভুল হওয়ায় সেই টাকা চলে যায় রাজশাহীর মোহনপুর থানার বাসিন্দা জনৈক এক ব্যক্তির নাম্বারে।
এ বিষয়টি বুঝতে পেরে প্রবাসী যুবক ফরহাদ মন্ডল তাৎক্ষনিক তার বাবা জেলার গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুরের বাসিন্দা মালেক মন্ডলকে জানান। পরে মালেক মন্ডল টাকা উদ্ধারের জন্য গুরুদাসপুর থানা পুলিশের শরনাপন্ন হন এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উদ্ধারাভিযান চালিয়ে মালেক মন্ডলকে সেই টাকা ফিরিয়ে দেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, ফরহাদ মন্ডল নামে এক প্রবাসী যুবক গত ৩ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। গত ১১ অক্টোবর তিনি তার ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নাম্বার থেকে তার বাবা মালেক মন্ডলকে ৩৬ হাজার ৮০০ টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানো নাম্বারের একটি ডিজিট ভুল হওয়ায় টাকা অন্য এক ব্যক্তির নাম্বারে চলে যায়। পরে টাকা উদ্ধারে মালেক মন্ডল থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে ও মোহনপুর থানা পুলিশের সহায়তায় তিনদিন পরেই সেই টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। টাকা ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী মালেক মন্ডল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন