দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের মাধবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার কাহারোল সার্কেল মো. রওশন আলীর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম বোচাগঞ্জ থানা এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
আটক সোহেল রানা উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জোবদুল হকের ছেলে। সে দুপুরে দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলে করে গাঁজা নিয়ে আসছে বলে খবর পায় পুলিশ। পরে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের মাধবপুর বাজারে এলে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কুমিল্লার সীমান্ত এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের গাঁজা নিয়ে এসে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন সোহেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই এ তথ্য জানান। তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক