বরগুনা ক্রোক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসানের উপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি আ. আলিম লিটন, পৌর কাউন্সিলর রমিজ মোল্লা, অভিবাবক আক্তারুজ্জামান রাকিব, শহীদুল ইসলাম স্বপ্ন, শিক্ষক হায়দার আলী, মো. জুবায়ের প্রমূখ।
১০ অক্টোবর সকালে মোটরসাইকেলে বিদ্যালয়ে আসার পথে ডিকেপি সড়কের সংযোগ সড়ক ধানসিঁড়ি সড়কে হামলা করে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুত্বর অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় রাকিবের বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলেও এখনো কোন আসামি গ্রেফতার হয়নি।
বক্তারা বলেন, রাকিব একজন বিনয়ী-ভদ্র স্বভাবের ছেলে। তার উপর পারিবারিক সম্পত্তির বিরোধ নিয়ে হামলা দুঃখজনক। আমরা অবিলম্বে হামালাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল