গাজীপুরে সড়কের পাশে ফেলে রাখা ওয়ারড্রবের ভিতর থেকে হাত-পা বাঁধা সাবিনা খাতুন (৩০) নামের এক গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ময়না তদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সাবিনা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দারারপাড় গ্রামের আয়নাল হকের মেয়ে। নিহতের ভাই জসিম উদ্দিন জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকার ভাড়া বাসায় একা থাকতেন সাবিনা। তিনি স্থানীয় গার্মেন্টে চাকুরি করতেন।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি এলাকার সিকদার মার্কেট সংলগ্ন সড়কের পাশেিএকটি ওয়ারড্রব দীর্ঘ সময় ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ওয়ারড্রবের ভিতর থেকে ওড়না ও গামছা দিয়ে হাত-পা বাঁধা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। সম্ভবত গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি আরো জানান, দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তারা লাশটি ওয়ারড্রবে ঢুকিয়ে তা একটি পিকআপ যোগে রাতের আঁধারে এনে সেখানে ফেলে পালিয়ে যায়। এঘটনায় দু’জনকে থানা এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক