ফেনী নদী থেকে বালু উত্তোলন কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান রিপনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মিজানুর রহমান রিয়াদ নামে এক ব্যক্তি বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৭-৮ জনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনায় নুর আলম ও শাকিল নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকা থেকে নদী পথে প্রায় তিন কিলোমিটার ভেতরে কলমিচর এলাকা নামক স্থানে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ বাকি দুইজন হলেন- বারাইয়ার হাটের হিঙ্গুগুলী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক অশোক সেন (৪২) ও চমানপুর ইউনিয়ন যুবলীগ কর্মী সাইদ খান দুখু।
স্থানীয়রা জানান, ফেনী নদীর মুহুরী প্রজেক্ট এলাকায় বালু তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই উপজেলার বালু ব্যবসায়ীদের মধ্যে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার রাতে মেয়র খোকন লোকজন নিয়ে ফেনী নদী থেকে বালু তুলে নিয়ে যায়। শুক্রবার সকালে পুনরায় তিনি লোকজন নিয়ে ফেনী নদী থেকে বালু তুলতে গেলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মেয়র খোকন ও অশোক সেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার পেটে ও শরীরের কয়েকটি স্থানে গুলি লেগেছে। তাকে ও অশোক সেনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। দুখু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ খালিদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিচ্ছেন যাতে অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, পুলিশ এই পর্যন্ত দুই জনকে গ্রেফতার করেছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএম