রংপুর বিভাগের ৫৩৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) দেড় হাজার উদ্যোক্তা-কর্মীদের রাজস্বখাতে স্থানান্তরে নীতিমালার দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার এ মানববন্ধন সমাবেশ করে।
সভায় ইউডিসি’র উদ্যোক্তা-কর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে ২০১০ সাল থেকে তৃণমূলের মানুষকে ডিজিটাল সেবা দিতে প্রতিটি ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন, বিদেশে গমনেচ্ছুদের আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির নানা কার্যাক্রম, বিভিন্ন ভাতার আবেদনসহ নানা সেবা দিয়ে আসছে ইউডিসি’র উদ্যোক্তা ও কর্মীরা। বাড়ির পাশে ডিজিটাল সেবা পাওয়ায় মানুষের অর্থ ও কর্মঘণ্টা সাশ্রয় হয়েছে। তৃণমূলে দুর্নীতিও কমেছে। অথচ এসব উদ্যোক্তা-কর্মীদের জনপ্রতিনিধি, ইউপি সচিবরা ইউনিয়ন পরিষদ থেকে তাড়িয়ে দেয়াসহ তাদের পছন্দের মানুষ দ্বারা ইউডিসি পরিচালনার জন্য নানা ষড়যন্ত্র শুরু করেছে। অনেক ইউপি চেয়ারম্যানের লোকেরা সেবা নিয়ে সেবামূল্য পরিশোধ না করে চলে যাচ্ছে। টাকা চাইলে নানা ভয়-ভীতি প্রদর্শনসহ অনেক ইউডিসি উদ্যোক্তা-কর্মীরা তাদের হামলার শিকার হয়েছেন। এমন অবস্থায় ইউডিসি উদ্যোক্তা ও কর্মীরা ১৯৭২ সালের সরকারী প্রকল্পের নিয়ম অনুসারে বেতন স্কেল ও রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানান।
সংগঠনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আহসান হাবীব প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ আব্দুল্লাহ আল আমিন, সদস্য সচিব এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মতিউর রহমান, যোবাইর হোসাইনসহ অন্যরা।
বিডি প্রতিদিন/হিমেল