জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে যানবাহন শ্রমিক, চালক ও মালিকদের সাথে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি এম.এ.লতিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ও লেখন হোসেন আব্দুল মান্নান। এছাড়া বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক রোটা. রোকনুজ্জামান রোকন প্রমুখ।
সমাবেশে বক্তারা সকল যানবাহন চালক, শ্রমিক ও মালিকদের ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করার জন্য আহ্বান জানান। সমাবেশে চাঁদপুর জেলার বিভিন্ন যানবাহন শ্রমিক, মালিক সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল