কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. জুবায়ের (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
বিল্লাল উদ্দিন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানার সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া পলিটেকনিক্যালের দক্ষিণ পাশে অবস্থিত ওসমানিয়া মোদি দোকানের সামনে টেকনাফ থেকে পর্যটন বাজারগামী বিজিবি রোডের পাঁকা রাস্তার কাছে অভিযান চালানো হয়। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল