নাটোরে ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় এক অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ঝাউতলা মোড় এলাকার রাজু স্যানিটারির মালিক মো. রাজু (৩১), নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি মো. মামুনুর রশিদ (৩৫) ও শক্তি ফাউন্ডেশন নাটোর জেলা শাখার ম্যানেজার পঙ্কজ কুমার মন্ডল (৩০)।
নাটোর পৌরসভার স্থানীয়রা জানান, রাজু স্যানিটারির দোকানে দীর্ঘদিন যাবত মাদকের আড্ডা বসে। সন্ধ্যার পর বিভিন্ন এলাকার মানুষকে সেখানে আড্ডা দিতে দেখা যায়।
জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ এস এম আবু সাদাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউতলা মোড় এলাকা থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও দুইটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। ডোপ টেস্টের জন্য আটককৃতদের নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল