ফরিদপুরের পেঁয়াজ ও ডিম বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। শনিবার দুপুরে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মূল্য বেশি নেওয়ার অভিযোগে এক দোকানিকে চার হাজার টাকা এবং অপর এক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, জেলা প্রশাসনের সহযোগীতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল