নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।
সূত্র জানায়, শনিবার দুপুরে উপজেলার দেবীপুর গ্রামে ইউপি সদস্য (মেম্বার) মজিব উল্লার ১৫ বছর বয়সী কন্যার বিবাহের আয়োজন চলছিল। ইউএনও ওই বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, শনিবার দেবীপুরের স্থানীয় ইউপি সদস্য মজিব উল্লার স্কুলপড়ুয়া কন্যার বাল্যবিবাহের আয়োজন চলছে স্থানীয়দের মাধ্যমে এমন সংবাদ পাই। ভ্রাম্যমাণ আদালতসহ সরেজমিনে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী কামাল উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থতিতে বর-কনে দুই পক্ষের অভিভাবকগণ ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের কাজ সম্পন্ন করবেন না মর্মে আদালতের নিকট মুচলেকা প্রদান করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল