রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎস্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের গ্রিড সঞ্চালক (অপারেটর) এই তথ্য নিশ্চিত করেছেন। আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা জানিয়েছেন, স্টেশন ক্ষতিগ্রস্ত হলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিদ্যুৎ সরবরাহ কোম্পানি ইউক্রেনার্গো বলেছে, মেরামতের দায়িত্বপ্রাপ্তরা বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে কাজ করছে। তবে নিকট ভবিষ্যতে লোডশেডিং হতে পারে বলে অগ্রিম সতর্কবার্তাও দিয়েছে তারা।
গত ৮ অক্টোবর ক্রিমিয়ার কার্চ ব্রিজে বিস্ফোরণ হয়। এই ঘটনার দুদিন পর রাশিয়া ইউক্রেনে সমন্বিতভাবে সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র হামলা করে। প্রতিশোধমূলক এই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হন।
রাশিয়ার সর্বশেষ এই হামলা আবাসিক ভবন, বিদ্যুৎ স্থাপনার মতো বেসামরিক স্থাপনা টার্গেট করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের উপ প্রধান কিরিলো তিমোশেঙ্কো শনিবার কিয়েভসহ তিন অঞ্চলের বাসিন্দাদের সন্ধ্যার সময় বিদ্যুৎ ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল