দেশের জেলা-উপজেলা পর্যায়ে গত ১১ অক্টোবর থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে আগামী ১২ দিন পর্যন্ত। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে স্কুল পর্যায়ে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে রবিবার সকাল থেকে। জন্মনিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে দেয়া হচ্ছে টিকা। সকাল ৯টায় জেলা শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, প্যানেল মেয়র-৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া, পৌরসভার মেডিক্যাল অফিসার ডা. মোঃ ওয়ালিউল ইসলাম খান। জেলার ১২২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৮২ হাজার ৩শ ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ হাজার ১শ ৬০ জন শিক্ষার্থীর মাঝে ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ৩২ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ