ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ ৬ জনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। শুক্রবার দুপুরের দিকে আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার আখাউড়া উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল স্কাফ সিরাপসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো মো. ইউছুফ, ইয়াকুব মিয়া, মাহাবুবুল আলম ঝন্টু, মো: ফকরুল ইসলাম, মোঃ শাহজাহান মিয়া ও সবুজ খলিফা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা ও এক মাদক ব্যাবসায়ীসহ ৬জন আসামিকে আটক করা হয়। দুপুরে আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আখাউড়া থানা ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদেরকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম