পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বড়শিবা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে নুরু খান হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামিরা হলো মো. জামাল হাওলাদার (৩৫) ও মো. বসির হাওলাদার (৪৫)। উভয়ের পিতা মো. মোফাজ্জেল হাওলাদার। তাদের বাড়ি গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বড়শিবা গ্রামে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৩০ মিনিটের দিকে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল যৌথ অভিযান চালিয়ে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদ পাওয়া যায়, রাজধানী যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় গলাচিপা থানার চাঞ্চল্যকর নুরু খান হত্যা মামলার দুই পলাতক আসামি অবস্থান করছে। এমন সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ওই স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৫ জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে পটুয়াখালীর গলাচিপা থানার চর কাজল ইউনিয়নের বড়শিবা ৭ নম্বর ওয়ার্ডের স্লুইজ বাজার এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চায়ের দোকানের মধ্যে নুরু খান নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা করা হয়। এ ঘটনায় গলাচিপা থানায় নিহতের ছেলে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই গলাচিপা থানা পুলিশ ঘটনার সাথে জড়িত ৫ আসামিকে গ্রেফতার করে।
বিডিপ্রতিদিন/কবিরুল