কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, মহাসড়কে প্রাইভেটকারের সামনে রড ফেলে ডাকাতি করছিল ৬ ডাকাত। টহল পুলিশ ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। পুলিশ ঘটনা বুঝতে পেরে তাদের ধাওয়া দেয়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পালটা গুলি ছুড়লে মো. রহিম ও সাব্বির নামের দুজন গুলিবিদ্ধ হয়। তাদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।
আটক রহিমের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানার এএসআই ইয়াছিন ও একজন কনস্টেবল আহত হয়েছেন। তারাও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারে একজন প্রবাসী ছিলেন। তার মালামাল উদ্ধার করা হয়েছে। অন্য ডাকাতদের ধরতে অভিযান চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল