সাভার পৌর এলাকার এক ছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দেওয়া হলেও গত ২৩ দিনে পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেছেন ওই মা ও স্বজনেরা। রবিবার সকালে তারা সংবাদ সম্মেলন করেন।
এতে লিখিত বক্তব্য পড়ে শোনান অপহরণ হওয়া মেয়ের মা বিবি হাওয়া জয়তন। তিনি বলেন, আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী। সাভারে সোবাহানবাগ জমিয়াতুল আকবার মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী। গত ১ অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে বাড়ি থেকে বের হয় মেয়ে। এর ২০ দিন পর একটি মুঠোফোন নম্বর থেকে একের পর এক কল করে তাকে ৩০ হাজার টাকা পাঠাতে বলে। সর্বশেষ গত শুক্রবার দুপুরে ৩৫ হাজার টাকা পাঠাতে বলে। টাকা না দিলে তাকে বিক্রি করে দেবে অপহরণকারী ব্যক্তিরা। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।
অভিযোগ করে জয়তুন বলেন, ‘ঘটনার পর দিন ২ অক্টোবর সাভার মডেল থানায় অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। মামলাও গ্রহণ করা হয়নি’।
অপহরণের শিকার মেয়ের নানি বলেন, ‘আমার নাতনি শারীরিক প্রতিবন্ধী। আটকে রেখে তাকে দিয়ে কল করিয়ে টাকা চাওয়াচ্ছে অপহরণকারীরা। গ্রামের স্থানীয় বাসিন্দা যুবক আমিরুল ও রায়হান ইস্রাফিল কাজী মিলে তাকে নিয়ে গেছে। ওই যুবকরা নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত’।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল হোসেন মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রাপ্তবয়স্ক মেয়ে চলে গেছে, তাই মামলা নিইনি। ওই মেয়েকে উদ্ধারের চেষ্টা করছি’।
বিডি প্রতিদিন/ফারজানা