ফরিদপুরে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ জেলার ৬১ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আকবর আলীর আদালতে হাজির হয়ে জামিন চান মামলার আসামিরা। আদালত আসামি ও বাদীপক্ষের আইনজীবীদের শুনানী শেষে সকলকে জামিনের আদেশ দেন।
জামিনপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি মিছিল থেকে পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়। কোতয়ালী থানার এসআই মাসুদ ফকির বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর বিএনপির নেতারা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন