বরগুনার আমতলী-কুয়াকাটা সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে আ. জব্বার শরীফ (৫৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এসময় রিকশা যাত্রী ফাতেমা (৪০) এবং মোটরসাইকেল চালক বাদল শরীফ ও তার ছেলে বাকি বিল্লাহ আহত হয়। আজ রবিবার সকালে কুয়াঘাটা থেকে বরিশালগামী যাত্রীবাহীর সাথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে কুয়াঘাটা থেকে একটি বাস বরিশালের উদ্দ্যেশে ছুরিকাঁটা নামক স্থানে একটি পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাত্রীবাহী রিকশার পিছন দিয়ে আঘাত করলে রিকশাটি বিপরীত পাশ দিয়ে যাবার সময় চলন্ত এক মোটরসাইকেলের উপর ছিটকে পড়ে। রিকশাচালক রাস্তায় পড়ে আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে আমতলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। তবে নিহত ব্যাক্তির পরিবার মামলা না করায় স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ