চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মা ও ছেলে আহত হয়েছে। এসময় ঘরের জানালা ও আসবাপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে পৌর এলাকার উদয়ন মোড়ের রেলবস্তির জিয়ানগর মহল্লায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের ধারণা বিস্ফোরক তৈরির সময় অসাবধানতাবশত এ ঘটনা ঘটে থাকতে পারে।
আহতরা হলেন- একই এলাকার মৃত তবজুল হকের দ্বিতীয় স্ত্রী ফাহমিনা বেগম (৫৫) ও তার সৎ ছেলে শহিদুল ইসলাম (৪৩)। এ ঘটনায় এসআই অমিত কুমার পান্ডে বাদি হয়ে শহিদুল ইসলামসহ তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে আসামি করে আজ রবিবার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।
আহত শহিদুল ইসলামের মা আজেমা বেগম জানান, রাতে ফাহমিনা ও তার ছেলে শহিদুল ইসলাম বিটলুর কক্ষে অবস্থান করছিল। এসময় উক্ত কক্ষে বিকট শব্দ ঘটে। এসময় স্থানীয়রা সেই কক্ষের মধ্যে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা প্রথমে ধারণা করে সিলিন্ডার বিস্ফোরণে তারা আহত হয়েছে। এদিকে এ ঘটনার খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরিদর্শন শেষে পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ওসি বলেন, ধারনা শক্তিশালী রাসায়নিক দ্রব্য থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। কক্ষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক রকমের রাসায়নিক দ্রব্য সংগ্রহ করা হয়েছে। প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ সুইট জানান, রাত সোয়া ৯টার দিকে আহত অবস্থায় মা ও ছেলেকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মা ফাহমিনা বেগমের মুখমন্ডল, ডান হাত ও পায়ে স্পিন্টারের আঘাতে গুরুতর আহত এবং শহিদুল ইসলামের বুকে, মুখে ও ডান হাতে স্পিন্টারের ঢুকে আহত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ফাহমিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবারের এক সদস্য জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ