সিরাজগঞ্জে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ড ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার দুপুরে শহরের বাজার স্টেশন সোপানে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, বাংলাদেশ তাঁত বোর্ডের মহাব্যবস্থাপক কামনাশীষ দাস প্রমুখ।
মেলায় অন্তত অর্ধশতাধিক স্টল রয়েছে। মেলায় তাঁতবস্ত্র ছাড়াও বিভিন্ন পণ্যের স্টল স্থান পেয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন