নিখোঁজের সাত দিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিবপুর এলাকায় রেললাইনের পাশ থেকে ফকির চাঁন (৩২) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে বেলকুচি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত ফকির চাঁন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছি গ্রামের হজরত প্রামাণিকের ছেলে। তিনি অটো ভ্যানের চালক ছিলেন। ধারা করা হচ্ছে অটোভ্যাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান জানান, গত সোমবার রাত ৩টার দিকে ভাড়ার উদ্দেশ্যে উল্লাপাড়া মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ফকির চাঁন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দুদিন পর পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বেলকুচি থানার গরুর হাট নামক স্থান থেকে একজনকে আটক করা হয়। আটকের পর তার দেওয়া বর্ণনা অনুযায়ী রবিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শিবপুর গ্রামের রেললাইনের পাশ থেকে ফকির চাঁনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তির নাম প্রকাশ করা যাচ্ছে না।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনার সাথে আরো যারা জড়িত রয়েছে তাদেরকে আটকে অভিযান চলছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার বিষয়টি বিস্তারিত জানাবেন বলে ওসি জানান। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
বিডি প্রতিদিন/এএ