পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে মামাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে ভাগ্নে। নিহতের নাম মো. খালেক হাওলাদার (৬৫)। রবিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়ানের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খালেক হাওলাদার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃত হাচেন আলী হাওলাদারের ছেলে। অভিযুক্ত ভাগ্নের নাম মনজুরুল আকন (৪৫)। তিনি সদর ইউনিয়ানে ভবানীপুর গ্রামের আ. সত্তার আকনের ছেলে।
খালেকের ভাইয়ের ছেলে বাচ্চু হাওলাদার জানান, ‘জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ভাগ্নে মনজুরুলের সঙ্গে খালেকের আদালতে মামলা চলে আসছিল। সকালে মামা খালেক বাসা থেকে হাঁটতে বের হলে জোর করে অটোতে করে তুলে নিয়ে যায় মনজুরুল। এরপর রাস্তার পাশের একটি ডোবায় চুবিয়ে তাকে হত্যা করে। খালেক অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক ছিলেন’।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাগ্নে মনজুরুলকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।
বিডি প্রতিদিন/ফারজানা