ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ ও জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২২ উদযাপন করা হয়েছে।
সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়লেও এই প্রতিকূল পরিস্থিতির মাঝেই দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির জন্য র্যালিটি উপজেলা পরিষদের গেট থেকে শুরু হয়ে বেশি দূর এগুতে পারেনি। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'হাতের পরিচ্ছন্নতায় এসো সবাই এক হই, বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন' প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দারুস সালামের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল বাশার রাজন, উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর, সহকারী শিক্ষা অফিসার শরীফ খান, মিজানুর রহমান, আনসার ভিডিপি অফিসার মৌসুমী আক্তার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন