পটুয়াখালীর প্রতাপপুর লঞ্চঘাটে নোঙ্গর করা ইটভর্তি ট্রলার ডুবিতে নিখোঁজ নূর ইসলামের (৪০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল থেকে পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের ডুবুরিদল ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ট্রলারের ভেতর থেকে মৃত অবস্থায় নূর ইসলামের লাশ উদ্ধার করে।
এর আগে সোমবার রাত ৯ টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর লঞ্চঘাটে নোঙ্গর করা অবস্থায় ঘূর্ণিঝড়ের ঝাপটায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের মালিক জলিল মোল্লা ট্রলারে ছিলেন। ট্রলার ডুবে গেলেও তিনি তীরে উঠে আসতে সক্ষম হন।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের টিম লিডার মো. মজিবর রহমান ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রলারের ভেতর থেকে লাশ উদ্ধার করে ডুবুরি দল।
জানা গেছে, পটুয়াখালীর একটি ইট ভাটা থেকে ট্রলার মালিক জলিল মোল্লা ২৫ হাজার ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিলেন। ওই ট্রলারেই কাজ করতেন সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাজিরপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে নূর ইসলাম। ঘূর্ণিঝড়ের খবরে ইটভর্তি ট্রলার লঞ্চঘাটে নোঙ্গর করে রাখা হয়। পরে রাতে ঘূর্ণিঝড়ের কারণে ডুবে গিয়ে নূর ইসলাম নিখোঁজ হন।
ঘটনাস্থল থেকে নিহত নূর ইসলামের শ্যালক রিয়াজ উদ্দিন জানান, ইটের ট্রলারে ভগ্নিপতি নূর ইসলাম ও মালিক দু’জন ছিল। মালিক জলিল মোল্লা তার ভগ্নিপতিকে ট্রলারে রেখেই ট্রলার থেকে লাফ দিয়ে তীরে উঠে আসে। ডুবুরি দল ট্রলারের ভেতর থেকে তার লাশ উদ্ধার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল