নেত্রকোনা সদর উপজেলার ৪শ ৩৬জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্টকার্ড ও ডিজিটাল সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল স্মার্টকার্ড ও সার্টিফিকেট বিতরণ করা হয়। তারমধ্যে স্মার্টকার্ড ও সার্টিফিকেট পেয়েছেন ২২৯ জন বীর মুক্তিযোদ্ধা। এছাড়াও মৃত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার ২০৭ জন পেয়েছেন শুধুমাত্র ডিজিটাল সার্টিফিকেট।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন সহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।
জানা গেছে, এই ডিজিটাল সনদ ও পরিচয়পত্র যাতে কেউ জাল করতে না পারে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ডিজিটাল সনদে ১৪ ধরনের এবং পরিচয়পত্রে ১২ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুগলে গিয়ে ‘ফ্রিডম ফাইটার ভেরিফায়ার’ অ্যাপের মাধ্যমে এই সনদ ও পরিচয়পত্রে ইউনিক নম্বর আপ করলে প্রথমেই ৩০ সেকেন্ডে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীত শোনা যাবে।
এতে আরও রয়েছে থ্রিডি লোগো, দুটি করে কিউআর কোড, বঙ্গবন্ধু ও জাতীয় ফুল শাপলার অ্যাম্বুশ করা শ্যাডো, বীর মুক্তিযোদ্ধার পৃথক তথ্যকণিকা, ইস্যুকারী মন্ত্রী ও সচিবের স্বাক্ষর, ওয়াটার মার্ক, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুসহ নানা ধরনের নির্ধারিত আল্টামার্ক। যার অনেক কিছু খালি চোখে দেখা যাবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন