কুমিল্লার নাঙ্গলকোটে ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবে গাছচাপা পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের ২নং ওয়ার্ড খামারপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী মো. নেজাম উদ্দিন (৩০), তার স্ত্রী শারমিন আক্তার সাথী (২৩) ও তাদের কন্যা শিশু নুসরাত আক্তার লিজা (৩)। মালেয়শিয়া প্রবাসী মো. নেজাম উদ্দিন খামারপাড়া গ্রামের হাজি বাড়ির আবদুর রশিদের ছেলে। মাসখানেক পূর্বে তিনি মালয়েশিয়া থেকে দেশে আসেন।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঝড়ো হাওয়ায় একটি গাছ প্রবাসী নেজামের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নেজাম ও তার স্ত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশু লিজাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/হিমেল