ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যদু গোপাল পাল নামে ৭০ বছরের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ইস্কন মন্দিরের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
যদু গোপাল পাল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকুরি গ্রামের মৃত জগৎ পালের ছেলে। তিনি নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে ব্যবসা করতেন। ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই একটি বাসায় স্ব-পরিবারে বসবাস করতেন।
পরিবারের লোকজন এবং পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় লাখাই উপজেলার মুড়াকুরি ইউনিয়নের কালিমাতা মন্দিরে প্রার্থনা শেষে ফান্দাউকের বাসায় ফেরার পথে নিখোঁজ হন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়।
সকালে স্থানীয়রা ফান্দাউক ইস্কন মন্দিরের পাশের পুকুরে যদু গোপালের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম