বাগেরহাটের মোল্লাহাটে খলিলুর রহমান কলেজ মাঠে উপজেলা পরিষদের উদ্যোগে শহীদ শেখ আবু নাসের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুুুুষ্ঠিত হয়েছে। এতে উদয়পুর ইউনিয়ন ফুটবল দল টাইব্রেকারে ৩- ১ গোলে গাওলা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শেখ হেলাল উদ্দিন এমপি। এ সময় বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানাসহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক ক্রীড়া মোদি দর্শক উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল