নাটোরের সিংড়ায় পাখি শিকারী ধরতে পরিবেশ কর্মীদের অভিযান চলমান রয়েছে। রবিবার ভোরে চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬টি কেল্লা ধ্বংস এবং ২টি শিকারী বকসহ ৬টি বক উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় বকগুলো মুক্ত আকাশে উড়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদসহ পরিবেশ কর্মীরা।
বিডি প্রতিদিন/এএ