বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, এরই মধ্যে পাঁচ বিভাগে শান্তিপূর্ণ গণসমাবেশ করেছি। চলমান এ আন্দোলনে আমরা সফল হবো কি না সেটা আগামী নির্বাচনে দেশের মানুষ বিচার করবে।আগামী ৩ ডিসেম্বর রাজশাহী গণসমাবেশ সফল করার লক্ষে শুক্রবার জয়পুরহাটের নতুনহাট এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। তিনি বলেন, নির্বাচন কমিশন যে শান্তিতে কাজ করতে পারবে না সে বিষয়ে তারা নিজেরাই স্বীকার করেছেন। আওয়ামী লীগ সরকারের অধীনে যেভাবেই ইসি গঠন করা হোক না কেন তাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুযোগ নেই। কারণ তারা সরকারের নির্দেশ মানতে বাধ্য।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, সাবেক সংসদ সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল