বগুড়া শহরের নামাজগড় এলাকায় বিলিয়ার্ড বোর্ড খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুনায়েদ আল হাবিব বিপুল (২১) নিহত হয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় নিহত বিপুল বগুড়া শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের পুত্র। সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো।
জানা যায়, বগুড়া শহরের নামাজগড় এলাকায় বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে নিহত বিপুলের প্রতিপক্ষরা হঠাৎ করেই ছুরিকাঘাত করে। বুকে ও পেটের কাছে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় বিপুল। তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, খুনের ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। নিহত বিপুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ