ফরিদপুরে গণসমাবেশে যোগ দিতে শিবচর থেকে ট্রলারে করে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের তীরবর্তী মাদবরেরচর হাটের কাছ থেকে তিনটি ট্রলার ফরিদপুরের উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার ফরিদপুরে অনুষ্ঠিত হবে বিএনপির গণসমাবেশ।
মাদবরেরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমারাত বেপারী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যানবাহন না পাওয়া, ধরপাকড় ও হয়রানি এড়াতে নদীপথ বেছে নিয়েছেন তারা।এসব ট্রলারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় চার শতাধিক নেতাকর্মী রয়েছে।
মাদবরেরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমারাত বেপারী বলেন, শিবচর উপজেলার মাদবরেরচর হাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর ঘাট থেকে তিনটি ট্রলারে আমরা রওনা হই। এসব ট্রলারে প্রায় চার শতাধিক নেতাকর্মী রয়েছে। ট্রলারগুলো এখন ফরিদপুরের কাছাকাছি। এই দলে তিনিও রয়েছেন।
মুঠোফোনে তিনি আরো বলেন, শিবচর থেকে কোনো বাস, মাইক্রোবাস ভাড়া পাওয়া যায়নি। পরে আমরা আমাদের এলাকা থেকে বড় দুটি ট্রলার ভাড়া করি। গতকাল রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিলে পরে আমরা ছোট তিনটি ট্রলার ভাড়া করে রওনা হয়েছি। নেতাকর্মীদের নিয়ে ফরিদপুর পৌঁছানোর আর কোনো পথ ছিল না। তাই নৌ পথেই রওনা হয়েছি।
এদিকে আরেকটি ট্রলারে ফরিদপুর যাচ্ছেন মাদবরেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম রেজা। তিনি মুঠোফোনে বলেন, আমাদের ভাড়া করা বড় ট্রলার বাধা দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে আমরা ওই ট্রলার রেখে অন্য ট্রলার ভাড়া করি। বড় ট্রলারে রাখা আমাদের খাবারগুলোও আনতে পারিনি। বর্তমানে আমরা ফরিদপুরের সিএন্ডবি ঘাটের কাছাকাছি আছি।
বিডি প্রতিদিন/এমআই