কোনো রকম অনুমোদন না থাকায় বগুড়ার শাজাহানপুরে তিনটি ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিটি ভাটায় ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। আদালতের এক নির্দেশে উপজেলার সুজাবাদ এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
দন্ড পাওয়া ভাটাগুলোর মধ্যে মীর ব্রিকসের আবু জাফর, বগুড়া ব্রিকসের মো. জুয়েল ও বদর ব্রিকসের মাহবুবুর রহমান বুলু প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাইকোর্ট থেকে অবৈধভাবে পরিচালিত ইট ভাটার কার্যক্রম বন্ধে এক আদেশ দেয়া হয়েছে। পরিপ্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালকের সমন্বয়ে একটি ভ্রামমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ও অনুমোদনবিহীন তিনটি ইটভাটার চিমনিসহ অন্যান্য অবকাঠামো ভাঙ্গা হয়েছে। পরে ভাটা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জরিমানার টাকা পরিশোধ করেন।
বিডি প্রতিদিন/এএম